টপ

দিল্লি এয়ারপোটে এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীকে জুতা পেটা করলেন শিবসেনার সাংসদ রবিন্দ্র গায়কোয়াড় ৷

এয়ার ইন্ডিয়ার কর্মীকে জুতো পেটা করার অভিযোগ শিবসেনা সাংসদ রবিন্দ্র গায়কোয়াড়ের বিরুদ্ধে ।সাংসদ চলাকালীন অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে মামলা দায়েরের আইনি পরামর্শ নিচ্ছে তারা।অসামরিক বিমান পরিবহনমন্ত্রী অশোক গজপতি রাজু ট্যুইট বার্তাই জানিয়েছেন, শিবসেনা সাংসদের দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।এই ঘটনাই শিবসেনা সাংসদের বিমানে ওঠাই নিষেধাজ্ঞা জারি করেছে বিমান কর্তীপক্ষ ।এটি জারি করেছে দেশের উরান সংস্থাগুলির সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স।জেট এয়ারওয়েজ ,ইন্ডিগো, স্পাইস জেট ও গো এয়ার এই ৪টি উড়ান সংস্থা এর সদস্য। বৃহস্পতিবার সকালে পুনে থেকে দিল্লি আসার সময় সাংসদকে বিজনেস ক্লাসের টিকিট থাকা সত্তেও ইকোনমি ক্লাসে বসানো হয়েছে বলে অভিযোগ করেন মহারাষ্ট্রের উসনাবাদের শিবসেনা সাংসদ । যদিও বিমানে শুধু ইকোনমি ক্লাসই ছিল বলে জানা যায়।সাংসদ বিমান থেকে নেমে জুতোপেটা করেন বিমানকর্মীকে ।শিবসেনা জানিয়েছে, দল এধরনের কাজ সমর্থন করে না। এই ঘটনার গায়কোয়াড়ের কাছ থেকে জবাবদিহি করেছে তার দল শিবসেনা।এয়ার ইন্ডিয়ার কাছ থেকেও রিপোর্ট জানতে চাওয়া হয়েছে। বিমানকর্মীকে মারধর করলেন শিবসেনার সাংসদ,অভিযোগ দায়ের এয়ার ইন্ডিয়ার । এয়ার ইন্ডিয়ার কর্মীকে জুতো পেটা করার অভিযোগ শিবসেনা সাংসদ রবিন্দ্র গায়কোয়াড়ের বিরুদ্ধে ।সাংসদ চলাকালীন অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে মামলা দায়েরের আইনি পরামর্শ নিচ্ছে তারা।অসামরিক বিমান পরিবহনমন্ত্রী অশোক গজপতি রাজু ট্যুইট বার্তাই জানিয়েছেন, শিবসেনা সাংসদের দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।এই ঘটনাই শিবসেনা সাংসদের বিমানে ওঠাই নিষেধাজ্ঞা জারি করেছে বিমান কর্তীপক্ষ ।এটি জারি করেছে দেশের উরান সংস্থাগুলির সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স।জেট এয়ারওয়েজ ,ইন্ডিগো, স্পাইস জেট ও গো এয়ার এই ৪টি উড়ান সংস্থা এর সদস্য। বৃহস্পতিবার সকালে পুনে থেকে দিল্লি আসার সময় সাংসদকে বিজনেস ক্লাসের টিকিট থাকা সত্তেও ইকোনমি ক্লাসে বসানো হয়েছে বলে অভিযোগ করেন মহারাষ্ট্রের উসনাবাদের শিবসেনা সাংসদ ।যদিও বিমানে শুধু ইকোনমি ক্লাসই ছিল বলে জানা যায়।সাংসদ বিমান থেকে নেমে জুতোপেটা করেন বিমানকর্মীকে ।শিবসেনা জানিয়েছে, দল এধরনের কাজ সমর্থন করে না। এই ঘটনার গায়কোয়াড়ের কাছ থেকে জবাবদিহি করেছে তার দল শিবসেনা।এয়ার ইন্ডিয়ার কাছ থেকেও রিপোর্ট জানতে চাওয়া হয়েছে।